বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮, ০২:৩৭:৫৩

নিলামে মুশফিক বিক্রি না হওয়ায় যা লিখল ভারতীয় পত্রিকা

নিলামে মুশফিক বিক্রি না হওয়ায় যা লিখল ভারতীয় পত্রিকা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ভক্তদের চোখ ছিল এবার আইপিএল নিলামে। কারন, এবার নিলামে বাংলাদেশের দুই তারকার নাম ছিল। এরা হল মুশফিকুর রহীম এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে নিলামে মুশফিকের নাম তোলা হলেও কিনেনি কেউই। কোন ফ্রাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখায়নি। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদের নাম তোলা হয়নি নিলামে।

এটাকে মুশফিকের জন্য চরম অসম্মানের বলে মন্তব্য করেছে ভারতীয় একটি পত্রিকা। তারা তাদের প্রতিবেদনে লিখেছে, অনেক আশা নিয়ে আইপিএল-এ খেলতে চেয়েছিলেন। তবে আশাহত হতে হল বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকে। তিনি দলই পেলেন না। দল না পাওয়া তো একজন ক্রিকেটারের কাছে অসম্মানেরই ব্যাপার।

আইপিএল-এর আট ফ্র্যাঞ্চাইজিতে ২০জন বিদেশি ক্রিকেটারের স্লট ফাঁকা ছিল। জয়পুরে মঙ্গলবারের নিলামে মুশফিকুর রহিমকে নিল না কোনও দলই। মুশফিকুর রহিমের নাম ঘোষণার পর কোনও দলই আগ্রহ দেখায়নি কেনার জন্য।

বাংলাদেশ থেকে এবার আইপিএল নিলামে অংশ নেওয়া ক্রিকেটারের সংখ্যা ছিল দু’জন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। দু’জনেরই বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তবে মুশফিকুর রহিম দল পেলেন না। ইংল্যান্ডের স্যাম কুরানকে ৭.২ কোটি টাকায় কিংস ইলেভেন প্রথমে কেনে। তারপরে লুক রনচি আনসোল্ড থাকেন।

এরপরেই মুশফিকুর রহিমের নাম ওঠে। তাঁকে কিনতে কোনও ফ্র্যাঞ্চাইজি-ই দর হাঁকায়নি। ফলে তিনি অবিক্রীত থাকেন। এর আগে ২০১৬ আইপিএল নিলামেও অংশ নিয়েছিলেন বাংলাদেশের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান। সেবারেও তাঁকে কেনেনি কোনও দল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে