বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩০:৩২

সেরা একাদশে রোনালদো থাকলেও নেই মেসিদের কেউই

সেরা একাদশে রোনালদো থাকলেও নেই মেসিদের কেউই

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা বর্তমান ফুটবল বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড়। আর এরা সবাই ন্যু ক্যাম্পের সদস্য। বিশ্বের ফুটবল দল গুলোর নজর সব সময়ই এদের ওপর। অথচ তাদেরই কিনা জায়গা হলো না উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে। গতকাল উয়েফার ওয়েবসাইটে পারফরম্যান্সের ভিত্তিতে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের সেরা একাদশ ঘোষণা করেছে। তাতে স্থান পায়নি বার্সেলোনার কোন খেলোয়াড়ই। সর্বোচ্চ দুজন করে খেলোয়াড় আছেন জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর। বাকি ৭ জন সাতটি ভিন্ন ক্লাবের। চ্যামিয়ন্স লিগের গ্রুপপর্বে ৬ ম্যাচে ১১ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো জায়গা পেয়েছেন এই একাদশে। রোনালদোর সঙ্গী হিসেবে বেছে নেয়া হয়েছে বায়ার্ন ফরোয়ার্ড টমাস মুলার (৫ গোল, দুই অ্যাসিস্ট) ও জেনিত সেন্ট পিটার্সবার্গের ব্রাজিলিয়ান স্ট্রাইকার হাল্ককে (৩ গোল, ৪ অ্যাসিস্ট)। চ্যামিয়ন্স লিগে মেসির না খেলার ব্যাপারে অবশ্য যুক্তিসঙ্গত একটি কারণ রয়েছে। সেটি হলো র্দীঘ দিন ধরে চোট কাটিয়ে মাঠের বাহিরে ছিলেন আর্জেন্টাইন এই জাদুকর। পরে অবশ্য দলে ফিরে ৩টি ম্যাচ খেলে ৩ গোল করেছেন তিনি। তবে বার্সার অন্য খেলোয়াড়েরা, বিশেষত নেইমার-সুয়ারেজের বাদ পড়ার বিষয় নিয়ে একটু চমক দেখা যাচ্ছে ফুটবল পাড়ায়। দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও দলে স্থান পাননি নেইমার-সুয়ারেজ। নেইমার-সুয়ারেজের চেয়েও বেশি চমক জাগাবে রবার্ট লেভানডফস্কির বাদ পড়ে যাওয়া দেখে। মৌসুমে বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগে ৭ গোল করেছেন এই পোলিশ স্ট্রাইকার, গোলদাতার তালিকায় রোনালদোর পরেই তাঁর অবস্থান। একই কথা প্রযোজ্য তৃতীয় সর্বোচ্চ গোলদাতা জেনিতের আরতিওম জিউবার ক্ষেত্রেও। তবে এই একাদশ নির্বাচনে শুধু গোল-অ্যাসিস্টের সংখ্যার পাশাপাশি ভূমিকা রেখেছে দলের পারফরম্যান্সে খেলোয়াড়ের প্রভাবও। তাইতো, লেভাকে সরিয়ে বায়ার্ন থেকে সেরা একাদশে সুযোগ পেয়েছেন মুলার, তেমনি জেনিতকে গ্রুপ শীর্ষে ওঠানোর অবদানের জন্য জিউবার পরিবর্তে আক্রমণে সুযোগ পেয়েছেন হাল্ক। এ তো গেল আক্রমণের কথা। মিডফিল্ডেও আছেন তিনজন। লিগে ধুঁকতে থাকা চেলসিকে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ শীর্ষে ওঠানোর পুরস্কার পেয়েছেন উইলিয়ান। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের ৫ গোলে ভর করেই তো আরও বড় লজ্জা থেকে বেঁচে গেলেন চেলসি কোচ হোসে মরিনহো। মিডফিল্ডে উইলিয়ানের সঙ্গী ম্যানচেস্টার সিটির রাহিম স্টার্লিং ও গেন্টের সভেন কুমস। জুভেন্টাসকে টপকে সিটির গ্রুপ শীর্ষে ওঠার পেছনে স্টার্লিংয়ের ৩ গোল ও এক অ্যাসিস্টের অবদান অনেক। আর এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগ খেলতে আসা গেন্টকে শেষ ষোলোতে জায়গা করে দেওয়ার পুরস্কার পেলেন কুমস। রক্ষণে পিএসজিরই দাপট বেশি। দলটির অধিনায়ক থিয়াগো সিলভা ও গোলরক্ষক কেভিন ট্র্যাপ আছেন সেরা একাদশে। অবশ্য পিএসজির দাপট তো থাকবেই। গ্রুপপর্বে যে মাত্র একবারই বল ঢুকেছে পিএসজির জালে। রক্ষণে অন্য তিনজন হলেন - বায়ার্নের লেফটব্যাক ডেভিড আলাবা, অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো গোদিন ও জুভেন্টাস রাইট ব্যাক আন্দ্রেয়া বারজাগলি। তথ্যসূত্র: উয়েফা। চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের সেরা একাদশ: গোলরক্ষক: কেভিন ট্র্যাপ (পিএসজি) ডিফেন্ডার: থিয়াগো সিলভা (পিএসজি), ডিয়েগো গডিন (অ্যাটলেটিকো), ডেভিড আলবা (বায়ার্ন) ও আন্দ্রেয়া বারজাগলি (জুভেন্টাস) মিডফিল্ডার: সভেন কুমস (গেন্ট), উইলিয়ান (চেলসি) ও রাহিম স্টারলিং (ম্যানচেস্টার সিটি) ফরোয়ার্ড: টমাস মুলার (বায়ার্ন), হাল্ক (জেনিত) ও ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল) ১৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে