মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০১:৫৭:০৯

মাত্রাতিরিক্ত ‘ফোনালাপই’ অধঃপতন সৌম্যের!

মাত্রাতিরিক্ত ‘ফোনালাপই’ অধঃপতন সৌম্যের!

স্পোর্টস ডেস্ক:  নাসির ১২টি মোবাইল ফোন ব্যবহার করে। এছাড়া ৮০টি বান্ধবী রয়েছে তার। কথা গুলো নাসিরকে নিয়ে বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপান। তবে এবার সৌম্য সরকার ইস্যুতেও বের হচ্ছে থলের বিড়াল। জানা গেছে সৌম্য সরকারের অধঃপতনের মুল কারণ।
টি-টোয়েন্টিতে সৌমের কেন এতো বাজে পারফরম্যান্স? এর ব্যাখ্যা দিলেন নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালক।

স্থানীয় গণমাধ্যমকে তিনি জানান, মনোসংযোগের অভাবেই সৌম্যের এমন বেহাল দশা। বলেন ‘সৌম্য মাত্রাতিরিক্ত হারে ফোনে কথা বলে। বলতে পারেন ঘণ্টার পর ঘণ্টা। সবকিছুর একটা সীমা থাকে, আমি সেটা লক্ষ্য করেছি। সৌম্যকে বলেছি, দেখো তুমি যদি এটা এখনই নিয়ন্ত্রণ না করো, তাহলে তোমাকে অনেক বেশি মূল্য দিতে হবে।’

ওই বোর্ড পরিচালক বললেন, ‘ফোনালাপের ব্যাপারে সৌম্য সরকার আমাকে কথা দিয়েছিলে। বলেছিল, ভাই, সব বাদ দিয়ে দেব। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হওয়া এই ওপেনারের পারফরম্যান্সে বোর্ড ক্ষুব্ধ।’

বিষয় গুলো নিয়ে সৌম্যকে বোর্ড থেকে বারবার বলা হয়েছিল। কিন্তু তিনি সে বিষয় বিন্দু মাত্র মেনে চলেননি।
২৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে