শুক্রবার, ০১ জুলাই, ২০১৬, ১২:২৬:৫৯

তিন ফরম্যাটে দ্রুততম ফিফটির মালিক আশরাফুল ফিরছেন!

তিন ফরম্যাটে দ্রুততম ফিফটির মালিক আশরাফুল ফিরছেন!

স্পোর্টস ডেস্ক : ২০০৭ সালের ২৫ মে থেকে ভারতের সাথে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৬ বলে ফিফটি করেন তিনি। ম্যাচে ৪১ বলে ৬৭ রান করেন তিনি। এ ফিফটিটি টেস্ট ক্রিকেটে সময়ের হিসাবে দ্বিতীয় দ্রুততম ফিফটি। সময়ের হিসেবে মাত্র ২৭ মিনিট। মিসবাহ উল হক ২৪ মিনিটে ফিফটি করে প্রথম স্থানে আছেন।

টেস্ট ক্রিকেটে বলের হিসেবে দ্রুততম ফিফটির তালিকায় মোহাম্মদ আশরাফুল আফ্রিদির সাথে যৌথ ভাবে ৪র্থ স্থানে আছেন। প্রথম স্থানে মিসবাহ উল হক ২১ বলে ফিফটি করেন তিনি।

২০০৫ সালের ২১ জুন ইংল্যান্ডের সাথে ওয়ানডে ক্রিকেটে মাত্র ২১ বলে ফিফটি করেন মোহাম্মদ আশরাফুল। ম্যাচে ৫২ বলে ৯৪ রান করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে কম বলে বেশি রানের ইনিংসও এটি।

২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ১৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২১ বলে ফিফটি করেন আশরাফুল। ম্যাচে ২৭ বলে ৬১ রান করেন তিনি।

আর মাত্র ৪৫ দিন, তারপরই ক্রিকেটের মূল স্রোতে ফিরছেন মোহাম্মদ আশরাফুল। ঘরোয়া লীগে নিজেকে প্রমাণ করে আবারো জাতীয় দলে ফিরে নিজের রেকর্ড নিজেই ভাঙ্গবেন, এই প্রত্যাশা সকলের।
১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে