শুক্রবার, ০১ জুলাই, ২০১৬, ০৪:০৩:২৯

টাইব্রেকারে পোলান্ডকে হারিয়ে সেমিফাইনালে পর্তুগাল

টাইব্রেকারে পোলান্ডকে হারিয়ে সেমিফাইনালে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : ইউরো কাপের কোয়াটার ফাইনালে পোলান্ড ও পর্তুগালের ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। ট্রাইব্রেকারে পোলান্ডকে ৩-৫ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রোনালদোর পর্তুগাল।

টানটান উত্তেজনার ম্যাচে শুরুতেই জ্বলে ওঠেন পোল্যান্ডের অধিনায়ক রবের্ত লেভানদোভস্কি। ১ মিনিট ৪০ সেকেন্ডের মাথায় করা লেভানদোভস্কির গোলটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোলটি করে দলকে এগিয়ে দেন। ২০০৪ সালে গ্রিসের বিপক্ষে ৬৫ সেকেন্ডে রাশিয়ার দিমিত্রি কিরিচেঙ্কো করা গোলটি ইউরোয় দ্রুততম রেকর্ড।

৩১ মিনিটের মাথায় পোলিশ ডিফেন্ডার মিখাল পাজদান নিজেদের ডি বক্সে রোনালদোকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে পেনাল্টির জোরালো আবেদন করে পর্তুগাল; তবে রেফারির সেই আবেদনে সাড়া দেননি। এর কিছুক্ষণ পরেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় পর্তুগিজরা। ডি বক্সের ঠিক বাইরে থেকে রেনাতো সানচেসের জোরালো শট পোলিশ মিডফিল্ডার ক্রিখোভিয়াকের পায়ে লেগে পোলান্ডের জালে জড়ায়। সমতায় ফেলে পর্তুগাল।

এরপর একাধিক সুযোগ পেয়েছে পর্তুগাল কিন্তু কাজে লাগাতে পারিনি। নিজে গোল করতে গিয়ে কয়েকটি দারুণ সুযোগ নষ্ট করেছেন রোনালদো। পর্তুগালের গোলরক্ষক রুই পাত্রিসিও একটি বিপদ থেকে দলকে রক্ষা করেন।

পোলান্ডের হয়ে রবের্ত লেভানদোভস্কি, আরকাদিউস মিলিক, কামিল গ্লিক গোল করলেও ব্যর্থ হন ইয়াকুব ব্লাসেসকোস্কি। তার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন রুই পাত্রিসিও। পর্তুগালের হয়ে গোল করেন ক্রিস্তিয়ানো রোনালদো, রেনাতো সানচেস, মৌতিনিয়ো, নানি ও রিকার্দো কারেসমা।

১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে