মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩৭:৪০

ঠাঁই

ঠাঁই

ও মাঝি ভাই...
অামায় তুমি নিয়া চলো সেই ঠিকানায়,
যেখানে যাইবার লাগি অাজ অামি এই অজানায়।

যেও না অামায় একলা ফেলে ওগো মাঝি ভাই,
কেমনে রবো এই অজানায়? অামার যে কেউ নাই!

সোনা করি চাই না অামি ওগো মাঝি ভাই,
তোমার নায়ে অামার শুধু একটু দাও ঠাঁই।

মাঝি তোমার পায়ে পরি যেও না অামায় ফেলে,
অামায় তুমি নিয়া চলো মাঝি তোমারই সঙ্গে।

এত কাকুতি করিলাম অামি একটু ঠাঁইর লাইগা,
মাঝি তুমি চলে গেলা সঙ্গে নিলা না!
ও মাঝি ভাই...
তোমার নায়ে হইতো নাকি অামার একটুও ঠাঁই!

কবি-নাহিদা ইউছুফ, ভোলা সরকারি কলেজ, ভোলা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে