-মুহাম্মদ সোহেল রানা
কাশবনে বিরহী চাঁদের আলো
তোমার খোঁপার কাঁটা বিধে বুকে
একলা উড়াল গাঙচিল রোদ্দুর
নরম বিকেল মরে ধুঁকে ধুঁকে।
প্রথম দেখা ভুলেনা মন কভু
শীতের শিশির ঝরে হরিৎহৃদে
বিশ্বাস কূলে আছড়ে পড়া ঢেউ
মানব জনম রঙিন এবং ফিকে।
নীল আকাশ দিগন্তে যায় মিলে
দৃষ্টিরও সীমা হয় শেষ
চেয়েছিলে হৃদয় উপহার
করে দিলে জীবন নিঃশেষ।
পথের ধূলো জমুক ভাবনায়
চেনা মুখ দেখি আয়নায়
ফিরে এসো অভিমানি মেঘ
প্রতীক্ষা দোর আঙিনায়...