বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:২৬:৫৪

এরি নাম ভালোবাসা

এরি নাম ভালোবাসা

  কবি-মেহেদী হাসান কৌশিক

দু'টি মনের স্পন্দন একই সুরে বাজতে দেওয়া,
অনেকগুলো স্বপ্নকে বাস্তবে দেখতে চাওয়া-
বুকের মাঝে ঝাপটে ধরে প্রণয় সুখে কেঁদে ফেলা,
অশ্রু সমূদ্রে চাওয়া পাওয়ার ভাসানো ভেলা।
এরি নাম ভালোবাসা...

একলা ঘরে প্রেমের তরে অকারনে হাসতে থাকা,
সবখানে সংগোপনে প্রিয়া মুখ অবিরাম দেখা-
অকারনে তার সনে খুব গোপনে রাগ করা,
শ্রদ্ধা,স্নেহ, মমতায় স্বর্গীয় সুখ ধরা।
এরি নাম ভালোবাসা...

ইচ্ছে করে অপেক্ষা করে তার সাথে রাগ বাঁধানো,
আগ বাড়িয়ে নিজ মনে তাকে প্রেম শেখানো-
আড়ি কেটে,ঠোট বাকিয়ে, উল্টা মুখে বসে থাকা,
পরক্ষনে চেয়ে তার মুখপানে মাথাটা বুকে রাখা-
এরি নাম ভালোবাসা...
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে