বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮, ০৭:৪৩:৫৮

'ঢাকা কলেজ' নিয়ে আকবার হোসেনের অসাধারণ কবিতা

'ঢাকা কলেজ' নিয়ে আকবার হোসেনের অসাধারণ কবিতা

ঢাকা কলেজ

     কবি-মোহাম্মদ আকবার হোসেন

বাংলাদেশের প্রথম উচ্চ শিক্ষার গুরু
তোমার আশ্রয়ে এদেশে আধুনিক শিক্ষা শুরু।

১৯ শতকের সেরা তুমি,সেরা তোমার দান
সেই থেকে উচ্চ শিক্ষায় রেখেছ তোমার মান।

যুগে যুগে সদর ঘাট,পুরান ঢাকা,হাইকোর্টে তুমি,
তোমার এ ভ্রাম্যমান গতি আমরা সবাই জানি।

উন্নয়নের প্রয়োজনে ছেড়েছ নিজ ভূমি,
ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছো তুমি।

অবশেষে ৫৬ তে নিজের স্থায়ী জমি,
বীরত্বের সাথে সগৌরবে উঁচু মাথায় তুমি।

৫২-এর ভাষা আন্দোলনে আছে অবদান,
উঁচু মাথায় ধরে রেখেছো তোমার সেই সম্মান।

৭১ এর মহান যুদ্ধে তুমি ছিলে বীর,
তোমার ছেলেরাও নির্ভয়ে উঁচু করেছিল শির।

দেশের সম্মান রাখতে গিয়ে করেছে যুদ্ধ,
আত্নহুতি দিয়ে সজীব প্রাণ হয়েছিল স্তব্ধ।

সবুজে ঘেরা প্রতিষ্ঠানে সবুজের খেলা
যুগে যুগে হাজার হাজার তরুনের মেলা।

ঐতিহ্য, শিক্ষা, সাংস্কৃতির দিয়ে পরিবেশ
দেশ উন্নয়নে অবদানে তোমার বীরের বেশ।

তোমার আশ্রয়ে তৈরি করেছো অনেক জ্ঞানী গুনি,
তারাই এখন কুঁড়িয়ে এনেছে দেশের উন্নয়নের সম্মানী।

আমার দেখা প্রতিষ্ঠানের শিক্ষায় সেরা তুমি,
তাইতো আজ আমরা সবাই তোমার কাছে ঋণী।

তুমি সেরা,তুমি সংগ্রামী, অকুতোভয়ী বীর
দিনে দিনে তৈরি করছো নতুন প্রতিবাদী শির।

কবি-মোহাম্মদ আকবার হোসেন, ঢাকা কলেজ, অর্থনীতি বিভাগ ৪র্থ বর্ষ।
এমটি নিউজ/আ শি/এপি

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে