শনিবার, ২২ জুন, ২০১৯, ০২:২১:৪৪

৯৯৯ এ ফোন, এক ঘণ্টার মধ্যে চুরি যাওয়া ট্রাক উদ্ধার

৯৯৯ এ ফোন, এক ঘণ্টার মধ্যে চুরি যাওয়া ট্রাক উদ্ধার

নারায়ণগঞ্জ : জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তথ্য দেয়ায় এক ঘণ্টার মধ্যে চুরি যাওয়া ট্রাক উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর থেকে ট্রাকটি চুরি হয়। শুক্রবার সকালে ট্রাকটির মালিক ৯৯৯- এ ফোন করলে পুলিশের তৎপরতায় এক ঘণ্টার মধ্যে ট্রাকটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার রাতে ট্রাক মালিক তার (ঢাকা-মেট্রো-ড-১২-১১৫৯) ট্রাকটি আফতাবনগরে একটি গ্যারেজে রেখে বাসায় যান। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গ্যারেজে গিয়ে দেখতে পান তার ট্রাকটি নেই।

এ সময় তিনি খোঁজাখুঁজি করে না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে চুরি হওয়া ট্রাকটির বিবরণ জানান। পরে কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিক বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানানো হলে পুলিশ কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে ট্রাকটি উদ্ধার করে। তবে এ সময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পরে কন্ট্রোল রুমের দেয়া মোবাইল নম্বরে ফোন করে ট্রাক মালিককে ডেকে কাগজপত্র যাচাই করে ট্রাকটি বুঝিয়ে দেয়া হয়।

সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন জানান, চুরি যাওয়া ট্রাকটি কন্ট্রোল রুমের দেয়া তথ্যের এক ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। পরে তথ্য ও কাগজপত্র যাচাই করে ট্রাক মালিককে ট্রাকটি বুঝিয়ে দেয়া হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে