স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয়বার স্বর্ণপদক জয়ের লক্ষ্যে অলিম্পিক ফুটবলের ফাইনাল খেলতে নেমে ২-১ ব্যবধানে স্পেনকে হারিয়েছে ব্রাজিল। প্রতিপক্ষ আরেক শক্তিশালী দেশ স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার স্বর্ণপদক জয় করলো ব্রাজিল। ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হয় এ ম্যাচ।
কোপা আমেরিকা হারিয়ে অলিম্পিকের সোনার মেডেল নিয়ে দুঃখ লাঘব করতে চেয়েছিল ব্রাজিল। ৩৬ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। সেই পেনাল্টি থেকে গোল দিতে পারলেন না রিচার্লিসন। প্রথমার্ধে অতিরিক্ত তিন মিনিট যোগ করেন রেফারি। আর একেবারে শেষ মুহূর্তে স্পেনের জালে বল জড়িয়ে দিলেন চুনহা। দানি আলভেসের একটি ক্রসকে দারুণভাবে কাজে লাগিয়ে দলকে এগিয়ে দিলেন চুনহা।
১-০ গোলের ব্যবধানে লিড নিয়ে বিরতিতে গেলেও ফিরে লিড ধরে রাখতে পারিনি ব্রাজিল। ৬২ মিনিটের মাথায় সমতায় ফেরে স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় খেলা শেষ হয়। তবে দুটি দারুণ সুযোগ সৃষ্টি করেছিল স্পেন। তবে শট দুটিই গোলপোস্টে লেগে ফিরে আসে। অতিরিক্ত সময়ের খেলায় অঘটন ঘটায় ব্রাজিল। ২-১ ব্যবধানে স্বর্ণ জয় করে ব্রাজিল।