সোমবার, ২২ জুলাই, ২০১৯, ১০:১২:১২

বিপদের দিনে এই শ্রীলঙ্কাই তো বাংলাদেশ ক্রিকেটের পাশে ছিল

বিপদের দিনে এই শ্রীলঙ্কাই তো বাংলাদেশ ক্রিকেটের পাশে ছিল

স্পোর্টস ডেস্ক : গত এপ্রিলে আ'ত্মঘাতী বো'মা হা'মলার পর পুরো শ্রীলঙ্কার চিত্রই যেন বদলে গেছে। দেশটির সরকারকে ভীষণ সতর্ক থাকতে হচ্ছে। দ্বিধা র সংশয় থাকলেও বাংলাদেশ ক্রিকেট দলকে শ্রীলংকায় পাঠিয়েছে বিসিবি।

শ্রীলঙ্কায় পৌঁছানোর পর রীতি অনুযায়ী ফুলেল অভ্যর্থনা পেয়েছেন তামিমেরা। গত দুদিনে যে নিরাপত্তা, সুযোগ-সুবিধা পাচ্ছেন, ক্রিকেটের বাইরে আসলে কিছু ভাবার সুযোগই দেখছেন না বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক। এই পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিতে হয়, তামিম এটিই বড় করে দেখছেন। 

এমন পরিস্থিতিতে যে বাংলাদেশও অনেকবার পড়েছে। ২০০৯ সালে বিডিআর বি'দ্রোহ কিংবা ২০১৪ সালের জানুয়ারিতে রাজনৈতিক অ'স্থিতিশীলতায় সংশয় দেখা গিয়েছিল বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের। দুবারই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। দুবারই বিসিবি পেরেছে শ্রীলঙ্কাকে নিয়ে সফলভাবে সিরিজ আয়োজন করতে। 

শ্রীলংকায় পৌঁছে তামিম বললেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ তারা যেভাবে আমাদের দেখাশোনা করছে। নিরাপত্তা অসাধারণ। যে সুযোগ-সুবিধা দিচ্ছে খুবই ভালো। দুই মাস আগে ঘটে যাওয়া ঘটনার পর আমাদের ক্রিকেট বোর্ড কিংবা দেশের মানুষ সবাই ইতিবাচক ছিল এ সফর নিয়ে। খুব বেশি দিন আগের কথা নয় আমরাও এমন পরিস্থিতিতে পড়েছিলাম। তখন শ্রীলঙ্কাও আমাদের সহায়তা করেছিল।

তিনি বলেন, আমরা সবাই পরিবারের মতো। এ ধরনের ঘটনার পর একে অপরের সহায়তা করা খুব দরকার। খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি এখানে। আমরা এখন ক্রিকেট ছাড়া কিছু ভাবছি না। সবাই উপভোগ করছে সফরটা, আশা করি খুব উপভোগ্য সিরিজ হবে। দুই দলেরই প্রমাণ করার অনেক কিছু আছে এ সিরিজে। আশা করি সবাই সিরিজ উপভোগ করবে।

নিরাপত্তা নিয়ে না ভাবলেও বাংলাদেশকে ভাবতে হচ্ছে শ্রীলঙ্কার গরম নিয়ে। তামিম নিজেই জানালেন, আবহাওয়া প্রচণ্ড গরম! তবে ইতিবাচক দিক হচ্ছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ একটু আগেভাগেই গেছে সেখানে। তামিম বারবার বললেন, তারা কখনোই ভাবেননি শ্রীলঙ্কা সফর হবে না। মাঠের বাইরের আতিথেয়তা নিশ্চয়ই মাঠে দেবে না লঙ্কানরা। ব্যাটে-বলের লড়াইয়ে সেখানে তাঁরা বাংলাদেশকে হারাতেই চাইবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে