শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯, ০৯:০২:১৩

বজ্রপাতে আপন দুই ভাইসহ ৫ জনের মৃত্যু

বজ্রপাতে আপন দুই ভাইসহ ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে তিন জেলায় ব'জ্রপাতে আপন দুই ভাইসহ ৫ জনের মৃ'ত্যু হয়েছে। এর মধ্যে জামালপুরে তিনজন, দিনাজপুরে একজন ও গাইবান্ধায় একজনের মৃ'ত্যু হয়েছে। এসময় আহ'ত হয়েছেন দুইজন। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটেছে।

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃ'ত্যু হয়েছে। শুক্রবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী চেংটিমারী গ্রামে ব'জ্রপাতের এ ঘটনা ঘটে। নিহ'ত আনোয়ার (২৫) ও আল-আমিন (১৭) চেংটিমারী গ্রামের পূর্ব পাড়ার আব্দুল লতিফ মিয়ার ছেলে।

অপরদিকে সদর উপজেলার নারায়নপুরে বজ্রপাতে সাইদুল ইসলাম (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃ'ত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নারায়নপুর পূর্ব পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে সাইদুল ইসলাম বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ক্ষেতে ধানের বীজতলায় চারা উঠাতে যায়। এ সময় ব'জ্রপাত হলে তিনি গুরু'তর আহ'ত হয়। পরে পরিবারের সদস্যরা সাইদুলকে উ'দ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃ'ত্যু হয়।

এদিকে, দিনাজপুরে বিরল উপজেলায় নিজের জমিতে আমন চারা তোলার সময় বজ্রপাতে ভাই নিহ'ত ও ছোট ভাই আহ'ত হয়েছেন। নি'হত আবু বক্কর (৩০) উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বেণীপুর গ্রামের মৃ'ত মনসুর আলীর ছেলে। 

এ সময় আহ'ত হয়েছেন তার ছোট ভাই মোতালেব হোসেন (২৮)। তিনি বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি রয়েছেন। ইউপি সদস্য শামসুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে দুই ভাই আবু বক্কর ও মোতালেব হোসেন বাড়ির পাশে বীজতলা থেকে আমন চারা তুলছিল। এ সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় ব'জ্রপাত হলে ঘটনাস্থলেই আবু বক্কর মা'রা যায় এবং মোতালেব হোসেন আহ'ত হয়। 

এছাড়াও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে ছেলে রফিকুল ইসলামের (২০) মৃ'ত্যু হয়েছে এবং বাবা আইয়ুব আলী গুরুত্বর আহ'ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার দুপুরে দুপুরে বাবা ও ছেলে জমিতে আমন ধানের চারা রোপন করতে তিস্তা নদীর চরে যান। এ সময় বজ্রপাতের বি'কট শব্দে তারা মাটিতে লু'টিয়ে পড়েন। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে রফিকুল ইসলামকে মৃ'ত ঘোষণা করেন এবং বাবা আইয়ুব আলীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অ'বনতি হওয়ায় আইয়ুব আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে