মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯, ১০:০২:১৪

অবশেষে স্বস্তিতে মাহমুদুল্লাহ

অবশেষে স্বস্তিতে মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক : চো'টের কবলে পড়ে অনেকদিন হলো সুবিধামতো বোলিং করতে পারেছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। অবশেষে আগামী মাসে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পূর্ণকালীন বল হাতে দেখা যেতে পারে তাকে। ফিট হয়ে বল হাতে ফিরতে পারায় অবশেষে স্বস্তিতে আছেন তিনিও।

অভিষেক টেস্টেই বল হাতে চমক দেখিয়েছিলেন রিয়াদ। যদিও তার বোলিংটা নিয়মিত দেখা যায় না আন্তর্জাতিক ক্রিকেটে। তবে এই বছর চোটে পড়ে লম্বা সময়ের জন্য বোলিংয়ের বাইরে থাকতে হয়েছিল তাকে। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে কিছু ওভার করেছিলেন।

আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে দিয়েই পূর্ণকালীন বল হাতে ফেরার আশা করছেন রিয়াদ। অলরাউন্ডারদের সুবিধা হলো, কখনো ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে সেটা পুষিয়ে দেয়ার সুযোগ থাকে। রিয়াদও সেটায় কাজে লাগাতে চান।

তার ভাষায়, ‘প্রায় সাত মাস পর বোলিং করতে পারছি। ভালো লাগছে। বোলিং আমার খেলার বড় একটা পার্ট। এতদিন বোলিং করাটা মিস করছিলাম। কারণ এটাও আমাকে আত্মবিশ্বাস যোগায়। কারণ সব ম্যাচে ব্যাটিং দিয়ে না পারলেও অন্তত বোলিং দিয়ে দলে অবদান রাখতে পারব।’

“দ্রুতই বল হাতে ফেরার আশা করে রিয়াদ বলেন, ‘সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আগামী সিরিজে বোলিং করতে পারব।’
ব্যাট হাতেও সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না এই ডানহাতি ক্রিকেটারের। বিশ্বকাপে মাত্র একটি ম্যাচে দেখা পেয়েছিলেন অর্ধশতকের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তো ব্যাট হাতে পুরোই ব্যর্থতায় আচ্ছন্ন ছিলেন! তিন ম্যাচে যথাক্রমে ৩, ৬ ও ৯ মোট ১৮ রান এসেছিল তার ব্যাট থেকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে