শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১০:২৯:৪৫

টস শেষে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস শেষে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে আজ মাঠে নামবে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। বাংলাদেশ সময় ১০:৩০ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটির। টস শেষে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের সেমিফাইনালে দুই দলই উঠেছে বৃষ্টির সৌজন্যে। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান এবং ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। দুটি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এবং কোন রিজার্ভ ডে না থাকায় বাংলাদেশ ও ভারত ফাইনালে উঠে।

বাংলাদেশ ও ভারত ফাইনালে উঠার কারণ হল- গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের প্রতিটা ম্যাচই জিতেছিল। ভারতও একই ভাবে সবগুলো ম্যাচ জিতেছিল গ্রুপ পর্বে। অন্যদিকে বাংলাদেশের গ্রুপে ছিল শ্রীলঙ্কা। তারা ম্যাচ জিতেছিল ২টি। আর ভারতের গ্রুপে থাকা আফগানিস্তান ম্যাচ জিতেছিল দুটি। ফলে গ্রুপ পর্বে বেশি ম্যাচ জয়ের কারণে এই দুই দল ফাইনালে উঠে।

বাংলাদেশ একাদশ: আকরব আলী, তৌহিদ হৃদয়, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, সাহাদাৎ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, তানজিম হাসান, মোহাম্মদ শামিম হোসেন, সাহিন আলম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে