বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় দু'র্ঘট'নাকবলিত যাত্রীবাহী বাস থেকে একটি শিশুকে আহ'ত অব'স্থায় উ'দ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে উ'দ্ধার কর্মীরা। দু'র্ঘট'নার সময় শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে ওই বাসেই ছিল। ঘটনার পর থেকে তার স্বজনদের কোনো খোঁ'জ মিলছে না। সাড়ে তিন বছর বয়সী ফুটফুটে শিশুটি বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রয়েছে।
ফকিরহাট হাসপাতালের অপারেশন থিয়েটারের কর্মী মোশারেফ হোসেন জানান, শিশুটির বয়স সাড়ে ৩ বছর হতে পারে। সে তেমন কোনো কথা বলতে পারে না। বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘ'ষে নারী শিশুসহ ৫ জন নিহ'ত হয়েছেন। এ ঘটনায় আহ'ত হয়েছেন আরও ১৫ জন।
যাত্রীবাহী রাজিব পরিবহনের বাসটি খুলনা থেকে রবিশাল যাবার পথে এ ঘটনা ঘটে। নিহ'তদের মধ্যে লাফিজা খাতুন নামের ৫ মাসের এক শিশুর নাম জানা গেছে। সে মাদারীপুর এলাকার লিয়াকত আলীর মেয়ে।
ফকিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনম খায়রুন আনাম ঘটনাস্থল থেকে জানান, বিকেলের দিকে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রাজিব পরিবহন মূলঘরের কাকডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা রড বোঝাই ট্রাকের মুখোমুখি সংর্ঘ'ষ হয়। এসময় পরিবহনে থাকা এক নারী শিশুসহ ৩ জন ঘটনাস্থলেই নিহ'ত হয়। অপর দুইজনকে হাসপাতালে নেয়া হলে মা'রা যায়। আহ'ত হয় আরও ১৫ যাত্রীকে ফকিরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান নিহ'ত অন্যদের নাম পরিচয় এ মুর্হূতে জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার বিগ্রেডের একটি ইউনিট পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দু'র্ঘ'টনার পরপরই খুলনা-মাওয়া মহাসড়কটিতে যান চলাচলা বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উ'দ্ধার করার প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।