বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১১:০৮:০৬

রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে নিহত ৯

রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে নিহত ৯

বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য নিয়ে যাওয়া রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার সকাল ৮টারর দিকে উপজেলার চাকঢালায় এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি একেএম জাহাঙ্গীর জানিয়েছেন, সকাল ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী এলাকা চাকঢালায় যাচ্ছিল ট্রাকটি। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত্যু হয় আরো ৩ জনের। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে