বান্দরবান: এবার পর্যটকদের জন্য বান্দরবানের পর্যটনস্প'টগুলো খু'লে দেয়ার সিদ্ধা'ন্ত নেয়া হয়েছে। করোনাভাইরাসের সং'ক্রমণ রো'ধে গত ১৮ মার্চ থেকে ব'ন্ধ থাকা পর্যটন সং'শ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দীর্ঘ পাঁচ মাস পর আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে খু'লে দেয়ার সি'দ্ধা'ন্ত নেয়া হয়।
স্বাস্থ্যবি'ধি মে'নে পর্যটন কেন্দ্র, হোটেল-মোটেল রেস্টুরেন্ট খোলার অনুমতি দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে জেলা প্রশাসনের এক সভায় এ সি'দ্ধা'ন্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন বলেন, পর্যটন কেন্দ্র ও হোটেল-মোটেল রেস্টুরেন্ট খো'লার বিষয়ে সেক্টরভিত্তিক সভা করা হয়েছে। সভায় সেক্টরভিত্তিক স্বাস্থ্যবিধি মেনে পর্যটন স্পট খো'লার সিদ্ধা'ন্ত নেয়া হয়। করোনা প্র'তিরো'ধে পর্যটকসহ সং'শ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবি'ধি মানার জন্য ক'ঠোর নি'র্দেশনা দেয়া হয়েছে।