বান্দরবানের রাজবিলায় ধ'র্ষণের পর গৃহবধূকে হ'ত্যা করে তার স্বামীকে অপহরণ করেছে অ'স্ত্রধারী সন্ত্রাসীরা।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের থংজমাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চিংয়ানু মারমা (২৮) উপজেলার রাজবিলার থংজমাপাড়া এলাকার অপহৃত রেথোয়াই মারমার (৪০) স্ত্রী।
স্থানীয়রা জানান, মধ্যরাতে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের ৫-৬ জনের একটি দল উপজেলার ২ নম্বর ওয়ার্ডের থংজমাপাড়া এলাকার একটি বাড়ি ঘেরাও করে। পরে ঘরের ভিতরে ঢুকে স্বামীকে বেঁধে বাড়ির বাহিরে নিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় স্ত্রী চিংয়ানু মারমাকে ধ'র্ষণের পর হ'ত্যা করে সন্ত্রাসীরা। এরপর স্বামীকে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারীরা।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা জানান, স্ত্রীকে ধ'র্ষণের পর স্বামীকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তবে ঘটনার কারণ এবং কারা ঘটনাটি ঘটিয়েছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বান্দরবান সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্ত্রীকে হত্যার পর স্বামীকে অপহরণের খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। অপহৃত ওই ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে যৌথ বাহিনী। তবে ঘটনার কারণ এবং কারা জড়িত তদন্ত করে জানা যাবে।