রবিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২৯:৪২

অপেক্ষায় পরিবার, সোনা-রূপার পানি ছিটানো হলো মিন্নির ঘরে

অপেক্ষায় পরিবার, সোনা-রূপার পানি ছিটানো হলো মিন্নির ঘরে

বরগুনা: আয়েশা সিদ্দিকা মিন্নি জামিনে মুক্তির পর যেন দ্রুত স্বাভাবিক হয়ে ওঠেন, সেজন্য ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে তার ঘর। শনিবার দুপুরে সোনা-রূপা একসঙ্গে ভিজিয়ে সেই পানি ছিটিয়ে মিন্নির ঘর পরিষ্কার করেছে তার পরিবার। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বিষয়টি নিশ্চিত করেছেন।

বরগুনার রিফাত শরীফ হ'ত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি বনে যাওয়া তারই স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সঙ্গে কারাগারে দেখা করে জামিন ও হাইকোর্টের আদেশের বিষয়ে অবহিত করে তাকে সতর্ক করেছেন তার আইনজীবী।

আইনজীবী মাহবুবুল বারী আসলাম শনিবার দুপুর ১২টার দিকে বরগুনা জেলা কারাগারে মিন্নির সঙ্গে দেখা করেন।

পরে কারাগার থেকে বেরিয়ে এসে মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নির সাথে দেখা করে দুটি বিষয় তাকে জানানো হয়েছে। মুক্ত হওয়ার পর মিন্নি যাতে কোন গণমাধ্যমে কথা না বলেন। এছাড়াও হাইকোর্ট মিন্নির জামিন দিলেও দাপ্তরিক কাজ শেষে রিলিজ অর্ডার পেতে আরও কয়েক দিন সময় লাগবে বলে মিন্নিকে আশ্বস্ত করেছেন তিনি।

এসম তিনি বলেন, মিন্নি মুক্ত হওয়ার জন্য মুখিয়ে আছে। হাইকোর্টে তাকে জামিন দিলেও মিন্নির মুক্ত হতে আরও কয়েক দিন সময় লাগবে। দাপ্তরিক সকল কাজ গুছিয়ে জেল খানায় রিলিজ অর্ডার পৌঁছালেই তার মুক্তি দেবে কারাগার। তবে এ জন্য যাতে মিন্নি হতাশ না হয় সে বিষয়ে তাকে বুঝিয়ে বলা হয়েছে। খুব শিগগিরই মিন্নির সকল দাপ্তরিক কাজ গুছিয়ে জেল খানায় রিলিজ অর্ডার পৌঁছাবে বলেও তিনি আশাবাদী।

রাষ্ট্রপক্ষ মিন্নির জামিন আবেদনের বিরোধিতা করে আপিল করলে তার মুক্ত হওয়ায় কোন জটিলতা তৈরি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আদালত যে কোন সময় যে কোন সিদ্ধান্ত নিতে পারে। আদালত চাইলে মিন্নির জামিন আবেদন বহাল রাখতে পারে, আবার স্থগিতও করতে পারে, বিষয়টি সম্পূর্ণ আদালতের ওপর নির্ভর করে।

এর আগে বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিন্নির জামিন আদেশ দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে