বরগুনা থেকে : বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হ'ত্যা মামলায় গ্রেফতার তার স্ত্রী ও প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নিকে আদালতে হাজির করা হয়েছিল। এসময় মিন্নির সঙ্গে দেখা করেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর।
হাইকোর্ট থেকে জামিন পাওয়া মিন্নি আজই মুক্তি পেতে পারেন। সেজন্য মেয়েকে প্রস্তুত থাকার কথা বলেন বাবা। মামলার দিন ধার্য থাকায় মঙ্গলবার সকালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে মিন্নিসহ অভিযুক্ত ১৪ আসামিকে হাজির করা হয়।
একটি প্রিজন ভ্যানে বরগুনা জেলা কারাগার থেকে প্রথমে ১৩ পুরুষ অভিযুক্তকে আদালতে তোলা হয়। এর পর একই ভ্যান থেকে নামানো হয় রিফাতের স্ত্রী মিন্নিকে।
প্রিজন ভ্যান থেকে নেমে আদালতে যাওয়ার পথে মিন্নির সঙ্গে দেখা হয় বাবা মোজাম্মেল হোসেন কিশোরের। এ সময় মিন্নিকে তার বাবা বলেন, ‘মা তুমি রেডি থাইক্কো। সবকিছু গুছিয়ে রাখিস।’ মিন্নি বাবাকে বলেন, ‘তুমি যাওয়ার সময় আমার জামা-কাপড়গুলো নিয়ে যাইয়ো।’
এদিকে উচ্চ আদালত থেকে পাঠানো মিন্নির জামিনের আদেশ বরগুনার আদালতে পৌঁছেছে বলে জানিয়েছেন তার আইনজীবী মাহবুবুল বারী আসলাম।