রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ১০:৪৯:২৩

বিদ্যুতের তারে দুই ঘণ্টা আঁ'টকে থেকেও বেঁচে গেলেন লাইনম্যান!

বিদ্যুতের তারে দুই ঘণ্টা আঁ'টকে থেকেও বেঁচে গেলেন লাইনম্যান!

বরগুনা: বরগুনার আমতলীতে বিদ্যুতের লাইন মে'রাম'ত করতে গিয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যান সিহাবুর রহমান (৩৮) কা'রেন্টে স'খ খেয়ে দুই ঘণ্টা লাইনের তারের সাথে আ'টকে ছিল। আমতলী ফায়ার সার্ভিস গিয়ে উ'দ্ধার করে। আজ রবিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার সাহেববাড়ী এলাকায় এ ঘ'টনা ঘ'টে।

পল্লী বিদ্যুৎ ও স্থাণীয় সূ'ত্রে জানা গেছে, ঘ'টনার সময় লাইনম্যান সিহাবুর রহমান সাহেববাড়ি এলাকায় বিদ্যুৎ সরবরাহের লাইন ঠিক করতে খাম্বায় উ'ঠে। এ সময় অসা'বধা'নতাব'শত তার পা লাইনের তারে লেগে স'খ খেয়ে তারের সাথে পা আ'টকে যায়। সাথে সাথে সেখানে বিদ্যুৎ সরবরাহ ব'ন্ধ করে দেওয়া হয়। এতে তার পা পু'ড়ে প্রায় দুই ঘণ্টা তারের সাথে আ'টকে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘ'টনাস্থ'লে গিয়ে দুই ঘণ্টার চে'ষ্টায় তাকে জীবিত অবস্থায় উ'দ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

পল্লী বিদ্যুৎ আমতলী এরিয়া অফিসের সহকারী প্রকৌশলী জিয়া উদ্দিন তরফদার ঘ'টনার কথা স্বী'কার করে বলেন, বিকেলে বিদ্যুতের লাইন মে'রাম'ত করতে গিয়ে লাইনম্যান সিহাবুর রহমানের পা পুড়ে দুই ঘণ্টা তারের সাথে আ'টকে ছিল।

আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘ'টনাস্থ'লে গিয়ে দুই ঘণ্টা চে'ষ্টা চা'লিয়ে তাকে উ'দ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল পা'ঠিয়েছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে