রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৫০:২৫

এবার বছর শেষে সরকারি কর্মীদের জন্য বড় সুখবর

এবার বছর শেষে সরকারি কর্মীদের জন্য বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক : ডাইরেক্টরেট ‘কমন ক্যাডার’ তৈরির ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। বিভিন্ন দপ্তরের অধীনে থাকা ডাইরেক্টরেটগুলিতে কর্মরতদের জন্য নিঃসন্দেহে বছর শেষে দারুণ খবর। এর ফলে পদোন্নতির সুযোগ বাড়বে, পোস্টিং-এও সুবিধা হবে। এতদিন সচিবালয়ভিত্তিক (সেক্রেটারিয়েট) কর্মীদের জন্য সীমাবদ্ধ কিছু সুযোগ-সুবিধা থাকলেও এ বার সুবিধা বাড়ল ডাইরেক্টরেটের কর্মচারীরাও।

এতদিন কমন ক্যাডার উইং বা CCW শুধু সেক্রেটারিয়েট ক্যাডারেই ছিল। CCW এর অর্থ এই সব কর্মীরা বিভিন্ন দপ্তরের মধ্যে ট্রান্সফার এবং পদোন্নতির সুযোগ পেয়ে থাকেন। ফলে সুযোগ সুবিধাও বেশি। পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (PAR) বা প্রশাসনিক ও কর্মিবর্গ দপ্তর থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে তাঁদের বদলি করা হয়। প্রোমোশনের বিষয়ও সেখান থেকেই হয়ে থাকে।

অন্যদিকে ডাইরেক্টরেট ও রিজিওনালের একজন যে ডিপার্টমেন্টে চাকরি পান, অনেক ক্ষেত্রেই দেখা যায়, সেই ডিপার্টমেন্ট থেকেই অবসর নেন তিনি। যে ডাইরেক্টরেটে কাজে যোগ দিতেন সেখান থেকেই খুব জোর একটি প্রোমোশন পেতে পেতেই অবসরগ্রহণের সময় চলে আসত। এ বার থেকে আর তা হবে না। কমন ক্যাডার তৈরি করে প্রশাসনিক ও কর্মিবর্গ দপ্তরের অধীনে আনার ফলে অন্যান্য ডাইরেক্টরেটেও তাঁদের বদলির দরজা খুলবে বলেই মনে করছে আধিকারিক মহল। খুব সহজে বললে পদোন্নতির সুযোগ বাড়বে।

সূত্রের খবর, রাজ্যে এখন ১০৬টি ডাইরেক্টরেট আছে, সেখানে ১১ হাজারের বেশি কর্মচারী আছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মানস ভুঁইয়া বলেন, ‘মুখ্যমন্ত্রী লোয়ার ডিভিশন অ্যাসিসট্যান্ট, আপার ডিভিশন অ্যাসিসট্যান্ট, হেড অ্যাসিসট্যান্টদের ডাইরেক্টরেট স্টাফ হিসেবে স্বীকৃতি দিয়েছেন ক্যাবিনেটে। খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে