বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৭:১৭

ব্রেকিং- সবার আগে বাবার সঙ্গে আদালতে হাজির মিন্নি

ব্রেকিং- সবার আগে বাবার সঙ্গে আদালতে হাজির মিন্নি

বরগুনা: বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হ'ত্যা মা'মলার প্রাপ্তবয়স্ক ১০ আ'সামির রায় ঘোষণা হচ্ছে বুধবার (৩০ সেপ্টেম্বর)। রায় উপলক্ষে বরগুনার আদালত প্রাঙ্গণে নেয়া হয়েছে ক'ড়া নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যে আদালতে আসতে শুরু করেছেন আইনজীবী ও তাদের সহকারীরা।

তবে যাদের ঘি'রে মা'মলার রায় সেই আ'সামিদের মধ্যে সবার আগে আদালতে হাজির হয়েছেন নিহ'ত রিফাতের স্ত্রী ও এ মা'মলার অন্যতম আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি। জা'মিনে থাকা মিন্নি বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে তার বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে আদালতে হাজির হন। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে হাজির হয়েছেন মিন্নির কয়েকজন স্বজনও।

আদালতে ঢোকার আগে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, কিছুক্ষণ পরই রিফাত হ'ত্যা মা'মলার রায় ঘোষণা হবে। এ মা'মলায় মিন্নি নি'র্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পাবে বলে আমাদের প্রত্যাশা।

১ জানুয়ারি রিফাত হ'ত্যা মা'মলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বি'রুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক ১০ আসা'মির বি'রুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করেন আদালত। মোট ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে এ মা'মলায়। মাম'লার ৬ নম্বর আ'সামি মুসা এখনও পলাতক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে