বরগুনা থেকে : বরগুনার বহুল আলো'চিত শাহনেওয়াজ রিফাত শরীফ হ'ত্যাকা'ণ্ডে মামলার রায়ে সন্তু'ষ্টি প্রকা'শ করেছেন তারবাবা ও মামলার বাদী আবদুল হালিম দুলাল শরীফ। তাৎ'ক্ষ'ণিক প্রতি'ক্রি'য়ায় তিনি বলেন, মিন্নিসহ ছয় আসামির সর্বো'চ্চ শা'স্তি হয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্ট।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ভূবন চন্দ্র হাওলাদার বলেন, সাক্ষ্য প্রমাণে আমরা অ'ভিযো'গ প্রমাণ করতে সক্ষ'ম হয়েছি বলেই আদালত ছয়জনকে মৃ'ত্যুদ'ণ্ডের রায় দিয়েছেন। রিফাত শরীফ হ'ত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামির ফাঁ'সির রায় দেয়া হয়েছে। বাকি চার আসামি পেয়েছেন বে'কসু'র খা'লাস। বরগুনার জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান বুধবার দুপুরে চা'ঞ্চ'ল্যকর এ হ'ত্যা মামলার রায় ঘোষণা করেন।