বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২০, ১২:১১:০৩

রায় মেনে নিয়েছি তবে আমরা সংক্ষু'ব্ধ : মিন্নির আইনজীবী

রায় মেনে নিয়েছি তবে আমরা সংক্ষু'ব্ধ : মিন্নির আইনজীবী

বরগুনা থেকে : বরগুনার আলোচিত রিফাত শরীফ হ'ত্যা মামলার রায় প্রত্যা'শিত হয়নি বলে মন্তব্য করেছেন মামলার অন্যতম আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রায় ঘোষণার পর তাৎ'ক্ষ'ণিক এক প্রতি'ক্রি'য়ায় তিনি এ মন্তব্য করেন।

এর আগে দুপুর পৌনে ২টার দিকে রিফাত শরীফ হ'ত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁ'সির আদেশ দেন আদালত। এছাড়া এ মামলায় চারজনকে খা'লাস দেয়া হয়েছে। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় দেন।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, রায় মেনে নিতে হবে। এ রায় আমরা মেনে নিয়েছি, তবে আমরা সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে যাব। উচ্চ আদালতে মিন্নি খালাস পাবে বলে আশা করছি।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে (২৫) কু'পিয়ে হ'ত্যা করা হয়। পরে রিফাতকে কু'পিয়ে হ'ত্যার একটি ভিডিও ফেসবুকে ভাই'রাল হয়। ঘ'টনার পরদিন ১২ জনের নাম উল্লেখ করে অ'জ্ঞা'ত আরও ৫-৬ জনের বি'রু'দ্ধে হ'ত্যা মামলা করেন নিহ'ত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে