বরগুনা থেকে : বরগুনার চা'ঞ্চ'ল্যকর শাহনেওয়াজ রিফাত শরীফ হ'ত্যা মামলায় ফাঁ'সির দ'ণ্ডপ্রা'প্ত মিন্নিসহ ছয় আসামিকে বরগুনা জেলা কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। মিন্নিকে দেয়া হয়েছে দুইটি শাড়ি, পেটিকোট ও ব্লাউজ। অন্য আসামিদের দুই সেট করে কয়েদির পোশাক দেয়া হয়েছে।
বরগুনা জেলা কারাগারের কনডেম সেলে এই ছয় ব'ন্দি ব্যতীত অন্য কোনো ফাঁ'সির আসামি নেই বলে নি'শ্চি'ত করেছেন জেল সুপার মো. আনোয়ার হোসেন। দ'ণ্ডপ্রা'প্ত আসামিরা হল- রিফাত ফরাজি, রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, টিকটক হৃদয়, মো. হাসান ও আয়শা সিদ্দিকা মিন্নি।
জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, 'কারাবিধি অনুযায়ী ছয় ব'ন্দিকেই কনডেম সেলে থালা, বাটি ও কম্বল দেয়া হয়েছে। এছাড়াও প্রতি আসামিকে কারাগারের পক্ষ থেকে দুই সেট পোশাক দেয়া হয়েছে। এ পোশাক তারা পরিধান করেছেন।' রিফাত হ'ত্যা মামলায় ফাঁ'সির দ'ণ্ডপ্রা'প্ত ছয় আসামিই কনডেম সেলে মানসিকভাবে বি'প'র্য'স্ত হয়ে পড়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, সেটাই স্বাভাবিক।