শুক্রবার, ০২ অক্টোবর, ২০২০, ০৭:৪৪:৩৩

কারাগারে সাদা রঙের নীল স্ট্রাইপের দুটি শাড়িই পরতে হচ্ছে মিন্নিকে

কারাগারে সাদা রঙের নীল স্ট্রাইপের দুটি শাড়িই পরতে হচ্ছে মিন্নিকে

বরগুনা থেকে : বরগুনার চাঞ্চল্যকর রিফাত হ'ত্যা মামলায় নি'হ'তের স্ত্রী আয়শা সিদ্দিকা ওরফে মিন্নিসহ ছয়জনকে মৃ'ত্যুদ'ণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) রায়ের পর মিন্নিসহ ছয় আসামিকে বরগুনা জেলা কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে।
 
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বরগুনা কারাগার থেকে মিন্নি তার বাবার সঙ্গে কথা বলে কা'ন্নাকা'টি করেছে বলে জানা গেছে। মিন্নিকে কারাগারের একটি নি'র্জ'ন কক্ষে রাখা হয়েছে বলে দাবি করেছেন তার বাবা। সেই কক্ষ থেকেই ফোন করেছেন মিন্নি। জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, কারাবিধি অনুযায়ী মিন্নি ছাড়া অন্য পাঁচ ব'ন্দিকেই কনডেম সেলে থালা, বাটি ও কম্বল দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতি আসামিকে কারাগারের পক্ষ থেকে দুই সেট পোশাক দেওয়া হয়েছে।

কারাগারের এক কর্মকর্তা জানান, কনডেম সেলে মিন্নি একা। ওই সেলের পাহারায় রয়েছেন একজন নারী কারার'ক্ষী। কারাবিধি অনুযায়ী ফাঁ'সির আসামি হিসেবে মিন্নিকে কয়েদির পোশাক দেওয়া হয়েছে। সাদা রঙের শাড়ির ওপর নীল স্ট্রা'ইপ রয়েছে। এটা সব নারী ফাঁ'সির আসামিদের দেওয়া হয়। নিয়ম অনুযায়ী দুটি শাড়ি তাকে সরবরাহ করা হয়। এ ছাড়া তাকে দেওয়া হয়েছে একটি বালিশ ও কম্বল। আগে ফাঁ'সির দ'ণ্ডাদেশপ্রা'প্ত আসামিদের বালিশ দেওয়া হতো না। কারাবিধি অনুযায়ী তিনটি কম্বল দেওয়া হতো। তার মধ্যে একটি কম্বলকে বালিশ হিসেবে ব্যবহার করতেন আসামিরা। 

তিনি বলেন, এখন একটি কম্বল কমিয়ে একটি বালিশ সরবরাহ করা হচ্ছে। মিন্নি ছাড়া বরগুনার কারাগারের কনডেম সেলে এখন অন্য কোনো নারীব'ন্দি নেই। এ ছাড়া রিফাত হ'ত্যা মামলার অপর পাঁচজন দ'ণ্ডপ্রাপ্ত পুরুষ আসামিকেও কনডেম সেলে রাখা হয়েছে। এই পাঁচজন ছাড়া বরগুনার কারাগারের কনডেম সেলে অন্য কোনো ব'ন্দিও নেই।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, বুধবার মিন্নিসহ ছয়জনের মৃ'ত্যুদ'ণ্ডের রায়ের পর তাদের বরগুনা কারাগারে নেয়া হয়েছে। সেখানে তাদের কনডেম সেলে রাখা হয়। সকাল ১০টার দিকে কারাগার থেকে মিন্নি আমার ও আমার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছে। সে খুব কা'ন্নাকা'টি করেছে। কারাগারে মিন্নি ভালো নেই। তাকে একা একটি নি'র্জ'ন কক্ষে রাখা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে