শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১, ১১:৫৮:১১

ছেলের সড়ক দুর্ঘটনার খবর পেয়ে স্ট্রোকে বাবার মৃত্যু

ছেলের সড়ক দুর্ঘটনার খবর পেয়ে স্ট্রোকে বাবার মৃত্যু

বরগুনা: বরগুনায় ছেলের সড়ক দুর্ঘটনার খবর পেয়ে স্ট্রোকে বাবা নুরু মিয়ার (৬০) মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার কেওরাবুনিয়া ইউনিয়নের তুলসীবাড়িয়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আমিনুল ইসলাম অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় শহরের টাউন হল সংলগ্ন স্থানে একটি মোটরসাইকেলকে জায়গা করে দিতে ছিটকে পড়ে আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ খবর পেয়ে তার বাবা নুরু মিয়া স্ট্রোক করে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আহত আমিনুল ইসলাম বলেন, ‘টাউন হলের প্রদান সড়ক দিয়ে অটোরিকশা চালিয়ে যাচ্ছিলাম। তখন বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে জায়গা করে দিতে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যাই। এতে আমার বাম হাতের কবজি ছুটে যায় ও বাম পায়ের হাঁটুতে আঘাত লাগে। এমন খবর শুনে আমার বাবা স্ট্রোক করে মারা যান।’

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেন নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে