এমটনিউিজ ডস্কে : বিশাল এক রুই মাছ ধরা পড়েছে বরগুনা জেলার আমতলী উপজেলার পায়রা নদীতে। আজ শনিবার হিজবুল্লা মৎস্য আড়তে ৩৫ কেজি ওজনের এই মাছটি বিক্রি হয় একুশ হাজার টাকায়। ্উক্ত আড়ত ও জেলে সূত্রে জানা যায়, আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী এলাকার জেলে মোজাম্মেল হোসেন শুক্রবার (১৪ জানুয়ারি) দিনগত গভীর রাতে পায়রা নদীতে জাল ফেলেন আর আজ সকালে জাল তুলতে গিয়ে দেখেন জালে বড় আকারের একটি রুই মাছ ধরা পড়েছে। সকাল ১০টায় তিনি বিক্রির জন্য আমতলী মাছের বাজারে নিয়ে আসেন। মাছটি কেটে ৬০০ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় বিক্রি করা হয়।
এই ব্যাপারে জেলে মোজাম্মেল হোসেন বলেন, আমার জেলে জীবনে এত বড় রুই মাছ পায়রা নদীতে ধরা পড়তে দেখিনি। মাছটি ধরা পড়ায় আমি অনেক আনন্দিত। এদিকে স্থানীয় জামিল হোসাইন বলেন, ‘রুই মাছটি কেটে ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। আমি দুই কেজি কিনেছি। পকেটে টাকা থাকলে আরও নিতাম।’