বরগুনা: বরগুনার আমতলীর পায়রা (বুড়িশ্বর) নদীতে এক জেলের জালে ধরা পড়েছে পৌনে ৩ কেজি ওজনের এক বিশাল আকারের ইলিশ। ওই মাছটি রাতে আমতলী মাছ বাজারে ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জানা গেছে, আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের লোছা গ্রামের জেলে রাজু গাজী রবিবার বিকেলে পায়রা (বুড়িশ্বর) নদীতে ইলিশের জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করে রাত ৮টার দিকে জাল তুলে দেখেন বিশাল আকারের এক ইলিশ জালে ধরা পড়েছে।
তড়িঘড়ি করে মাছটি নতুন বাজার মাছ বাজারে এনে ওজন দিয়ে দেখেন পৌনে ৩ কেজি।
জেলে রাজু গাজীর নিকট থেকে পাইকারি মাছ ব্যবসায়ী আলামিন বয়াতি মাছটি ৭ হাজার ৫০০ টাকায় কিনে সেটি তিনি কামাল হোসেন নামে এক ক্রেতার নিকট ৮ হাজার টাকায় বিক্রি করেন।
জেলে রাজু গাজী বলেন, এ বছর পায়রা নদীতে এত বড় সাইজের ইলিশ ধরা পড়েছে বলে আমার জানা নেই।
পাইকারি ক্রেতা আলামিন বয়াতি জানান, মাছটি কেনার পর পরই অনেক লোক মাছটি এক নজর দেখার জন্য ভিড় জমান। কামাল হোসেন নামে এক ক্রেতা ৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।
আমতলী মাছ বাজারের হিজবুল্লাহ মৎস্য আড়তের মালিক মেনাজ উদ্দিন চৌকিদার বলেন, এবছর আমতলী বাজারে এখন পর্যন্ত এত বড় সাইজের ইলিশ আর বাজারে আসে নাই।
আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহীদুল ইসলাম বলেন, সাগরে ইলিশ ধরা বন্ধ থাকায় অবাধ বিচরণের ফলে সুষম খাবার খেয়ে মাছ দ্রুত বড় হচ্ছে। যে কারণে নদীত বড় সাইজের মাছ ধরা পড়ছে।