মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১১:৩৬:০১

শালিক পাখিটি উদ্ধারে এগিয়ে এলো ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ

শালিক পাখিটি উদ্ধারে এগিয়ে এলো ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ

এমটিনিউজ২৪ ডেস্ক : বৈদ্যুতিক খুঁটিতে দুপুর থেকে আটকে ছিল একটি শালিক পাখি। স্থানীয়রা অনেক চেষ্টা করেও পাখিটি উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে জানালে বিদ্যুৎ অফিসের লোকজন এসে পাখিটিকে উদ্ধার করে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরগুনা পৌর শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সের সামনে থেকে পাখিটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সের সামনের চৌরাস্তা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে তারের সঙ্গে একটি শালিক পাখি আটকে যায়। দুপুরের পর বিষয়টি নজরে আসে স্থানীয়দের। তারা অনেক চেষ্টার পরও পাখিটিকে উদ্ধার করতে পারেননি। এরপর সন্ধ্যার দিকে স্থানীয় এক সাংবাদিক বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। 

পরে সাড়ে সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের লোকজন এসে পাখিটি উদ্ধার করে। শালিক পাখিটির দুই পায়ে জখম হয়েছে। পাখিটিকে পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মীর জিম্মায় দেওয়া হয়। সকাল হলে তিনি পাখিটিকে অবমুক্ত করবেন। 

স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম মিরাজ বলেন, পৌরসভার পরিছন্নতাকর্মী আল আমিন ও স্থানীয় কয়েকজন শালিক আটকে থাকার বিষয়টি আমাকে জানান৷ তারা এটিকে উদ্ধার করার জন্য আমাকে বলেন। আমি ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা বিদ্যুৎ অফিসের লোক পাঠিয়ে পাখিটি উদ্ধার করে। 

স্থানীয় বাসিন্দা মো. জাহিদ বলেন, দুপুর থেকে পাখিটি বিদ্যুতের তারের খুঁটিতে আটকে ছিল। আমরা অনেক চেষ্টা করেও পাখিটিকে অবমুক্ত করতে পারিনি। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় বিদ্যুৎ বিভাগের লোকজন এসে শালিকটি উদ্ধার করে। পাখিটিকে উদ্ধার করতে পেরে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। 

বরগুনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আবদুস সামাদ বলেন, ফোন পেয়ে সঙ্গে সঙ্গে আমরা রওনা হই। তবে রাস্তায় জ্যাম থাকায় আমাদের আসতে দেরি হয়। আমরা বিষয়টি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগকে জানালে তারা এসে পাখিটি উদ্ধার করে। পাখিটি পায়ে গুরুতর জখম হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে