বরগুনা : দীর্ঘ ৮ বছরের সংসার। হঠাৎ একদিন ঘরে ফিরে দেখেন স্ত্রী ও সন্তান নেই। নেই তাদের ব্যবহৃত জামা-কাপড় ও গহনা। নেই জমানো নগদ টাকাও। এক সপ্তাহ ধরে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন স্বামী।
ডায়েরি সূত্রে জানা যায়, ২০১৪ সালে বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে দুলাল মিয়ার সঙ্গে বিয়ে হয় গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের শুহুরী ব্রিজ এলাকার শানু গাজীর মেয়ে শারমিন আক্তারের। গত ২৩ নভেম্বর ছেলেকে নিয়ে বাবার বাড়ি যাওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি।
স্বামী দুলাল মিয়া বলেন, আমার স্ত্রী চলে যাওয়ার সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড় চোপড় নিয়ে গেছে। স্ত্রী ও পুত্রের সন্ধান জানতে তিনি আইনশৃংঙ্খলা বাহিনীর সাহায্য চান।
দুলালের শাশুড়ি খাদিজা বেগম বলেন, মোর মাইয়া স্বামীর বাসায়গোনে মোগো বাড়তে বেড়াইতে আওয়ার কতা কইয়্যা আর আয় নাই। না কইয়া কুইম্মে বোলে গেছে। এ্যাহোনো পাই নাই।
ফতুল্লা থানার সাব ইন্সেপেক্টর কামাল হোসেন বলেন, এ ঘটনায় স্বামী দুলাল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত চলমান। নিখোঁজ স্ত্রী ও পুত্রকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।