মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:২৫:৫৪

'আমি বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত'

'আমি বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত'

এমটিনিউজ২৪ ডেস্ক : বরগুনার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শহীদ মিনারে জুতা পায়ে দাঁড়িয়ে থাকা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে ছবিটি ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। 

ওই শিক্ষকের নাম মীর মো. মহিউদ্দিন বাবুল। তিনি বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের চরধূপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

জানা যায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চরধূপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি সাজানো হয়। সকাল থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানান স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় স্কুলটির প্রধান শিক্ষক মীর মো. মহিউদ্দিন বাবুল জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে ছবি তোলেন। ছবিটি কোনো এক ছাত্র ফেসবুকে আপলোড করে দিলে তা ভাইরাল হয়ে যায়।

ছবিটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, মানুষ তৈরির কারিগর প্রধান শিক্ষক বাবুল মীর স্যার। ভাষা শহীদদের প্রতি তার শ্রদ্ধা জানানোর নমুনা যদি এই হয়, তাহলে এর দ্বারা ছাত্র-ছাত্রীরা কী শিখবে। এছাড়াও নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন অনেকেই।

চরধূপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মো. মহিউদ্দিন বাবুল বলেন, এ জন্য আমি সরি। অসাবধানতার কারণে এটি হয়েছে। এছাড়াও আমি আরও বেশ কিছু ছবি তুলেছি। আমার এক ছাত্র ছবিটি ফেসবুকে ছেড়েছে। পরে এর জন্য সে দুঃখপ্রকাশ করেছে। আমি বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত। 

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, বিষয়টি আমি জানি না। এখন খোঁজখবর নিয়ে দেখব। বিষয়টি খোঁজ নিয়ে জেনে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে