এমটিনিউজ২৪ ডেস্ক : বরগুনার বিষখালী নদীতে ধরা পরা একটি কোরাল মাছ বিক্রি হয়েছে ১৭ হাজার টাকায়। সদর উপজেলার এম বালিয়াতলী এলাকার এক জেলের জালে ধরা পরে ১৩ কেজি ওজনের মাছটি।
জানা যায়, বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বালীয়াতলী এলাকার জেলে মাহমুদ মিয়ার জালে ধরা পরে মাছটি। এরপর বরগুনার মাছ বাজারে নিয়ে আসা হয় মাছটি। সেই বাজারের খুচরা বিক্রেতা সফেজ উদ্দিন মাছটি কিনে নেন এবং প্রতি কেজি মাছ ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করেন তিনি। এতে ১৩ কেজি ওজনের মাছটি ১৬ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়।
জেলে মাহমুদ মিয়া বলেন, বৃহস্পতিবার বিকেলে বিষখালী নদীতে জালে কোরাল মাছটি ধরা পড়ে। এরপর বরগুনা পৌর মাছ বাজারে মাছটি নিয়ে আসি। মাছ বাজারের খুচরা মাছ বিক্রেতা সফেজ উদ্দিন মাছটি কিনে নেন।
বরগুনা পৌর মাছ বাজারের খুচরা বিক্রেতা সফেজ উদ্দিন বলেন, মাছটি কেনার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেন। এরপর মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করেছি। এর আগেও বড় বড় মাছ আমি বিক্রি করেছি।
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ঢাকা পোস্টকে বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকেন। একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বৃদ্ধি পেয়েছে। এর সুফল হিসেবেই এত বড় কোরাল মাছ বিষখালীর নদীতে ধরা পড়ছে।