শুক্রবার, ০২ জুন, ২০২৩, ০৮:০৩:৫২

উঠানে রোদে শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

উঠানে রোদে শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

বরগুনা : বৃষ্টি শুরু হওয়ার পূর্বে বাড়ির সামনে উঠানে রোদে শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে বজ্রপাতে এক কিশোরীর মৃত্যু ঘটেছে। ওই কিশোরীর নাম মোসা. আমেনা আক্তার (১২)। সে বরগুনার বামনা উপজেলার কালাইয়া গ্রামের মনির সিকদারের মেয়ে। সে তালেশ্বর আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আজ শুক্রবার বেলা ৩টায় এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই কিশোরীকে তাৎক্ষনিক বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

নিহত ওই কিশোরীর বাবা মনির সিকদার জানান, দুপুরে বাড়ির সবাই গোসল করে তাদের কাপড় চোপড় উঠানে শুকাতে দিয়েছিল। বেলা ৩টার দিকে আকাশে মেঘ করে অন্ধকার হয়ে গিয়েছিল।

বৃষ্টি হতে পারে ভেবে মেয়ে আমেনা উঠান থেকে কাপড়গুলো ঘরে নিয়ে আসতে যায়। এমন সময় আকাশে কয়েকটি বিকট শব্দ করে বজ্রপাত ঘটে। সাথে সাথে মেয়ে আমেনা একটি চিৎকার দেয়। আমরা সবাই দৌড়ে উঠানের দিকে গিয়ে দেখি সে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে।

তার পায়ে রুপার নূপুর পরিহিত ছিল। নূপুরটি যেখানে ছিল তার নিচে পোড়া দাগের সৃষ্টি হয়। স্থানীয়রা মিলে তাকে বামনা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করেন। 

বামনা থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল হোসেন জানান, যেহেতু ওই কিশোরী বজ্রপাতে মারা গেছে তাই স্থানীয়দের সাক্ষী রেখে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে