বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:১৬:২৩

নদীতে এত বড় সাইজের ইলিশ!

নদীতে এত বড় সাইজের ইলিশ!

এমটিনিউজ২৪ ডেস্ক : বরগুনার তালতলীর পায়রা (বুড়িশ্বর) নদীতে দুই কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে জেলে ইসমাইলের জালে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টারচর এলাকায় ওই ইলিশটি ধরা পড়ার পর তালতলী বাজারে ৫ হাজার ৫৫০ টাকায় বিক্রি করা হয়েছে।

জেলে ইসমাইল হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকালে তিনি পায়রা (বুড়িশ্বর) নদীতে জাল ফেলে সন্ধ্যায় জাল তুলতে গিয়ে দুই কেজি ৮০০ গ্রামের একটি ইলিশ মাছ পান। পরে তালতলী বাজারের মৎস্য আড়ৎ মালিক মজিবর ফকিরের কাছে পাঁচ হাজার ৫৫০ টাকায় বিক্রি করেন।

আড়তদার মজিবর ফকির বলেন, নদীতে এত বড় সাইজের ইলিশ তেমন একটা পাওয়া যায় না। মাছটি ঢাকায় পাঠানো হয়েছে। আশা করি, ভালো দাম পাওয়া যাবে।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দেওয়া হয়। যার সুফল হিসেবে নদীতে এত বড় সাইজের ইলিশ মাছ ধরা পড়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে