রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ০৮:৪৪:২৯

পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

এমটিনিউজ২৪ ডেস্ক : বরগুনায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দায়ে পাঁচ ব্যবসায়ীকে ও বিভিন্ন অনিয়মের অভিযোগে আরও দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এ সময় মোট সাত প্রতিষ্ঠানে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস। 

বরগুনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বরগুনায় কিছু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে বলে ক্রেতাদের কাছে দাম বাড়িয়ে বিক্রি করা শুরু করেন। 

এমন খবর পেয়ে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পেঁয়াজের দাম বেশি রাখায় খান ট্রেডার্সকে ৫ হাজার, মা বাণিজ্যালয়কে ৩ হাজার, মেসার্স মা ট্রেডার্সকে ৩ হাজার, মেসার্স বৈশাখী ট্রেডার্সকে ১৫ হাজার ও হাসান স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে মেসার্স শহীদ স্টোরকে ১ হাজার ও রিয়াজ ফাস্টফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে বরগুনা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। পেঁয়াজ বিক্রির পাইকারি দোকানে দেখা যায় তারা নিজেরা ভুয়া রশিদ বানিয়ে মূল্য লিখে খুচরা বিক্রেতাদের কাছে দাম বাড়িয়ে বিক্রি করছেন। 

খুচরা বিক্রেতা আবার আরেক ধাপ দাম বাড়িয়ে বিক্রি করেন। বিষয়টি ব্যবসায়ীরা প্রথমে অস্বীকার করলেও সঠিক তথ্য সংগ্রহ করে এর সত্যতা নিশ্চিত করে ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে