বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ০৪:১৫:৫১

মেয়েসহ বিএনপি নেত্রী গ্রেফতার

মেয়েসহ বিএনপি নেত্রী গ্রেফতার

এমটিনিউজ২৪ ডেস্ক : বরগুনায় প্রতারণার মামলায় গ্রেফতার এক আসামিকে থানায় ঢুকে ছিনিয়ে নেয়ার চেষ্টার মামলায় বরগুনার পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি ও তার মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে বরগুনা সদর থানায় এ ঘটনা ঘটার পর তাদের আটক করে মামলা দেয় পুলিশ।

 গ্রেফতার ব্যক্তিরা হলেন, পাথরঘাটা মহিলা দলের সভাপতি ইসরাত জাহান শিরীন (৪০) ও তার মেয়ে সারজিনা মিম (২৩)। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধা প্রদান, আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা এবং পুলিশকে হুমকি দেয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে একটি প্রতারণার মামলায় সোহান নামে এক যুবককে গ্রেফতার করে বরগুনা সদর থানা পুলিশ। এসময় মেয়েকে সঙ্গে নিয়ে থানায় ঢুকে গ্রেফতার সোহানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন শিরীন। এতে ব্যর্থ হলে পুলিশকে গালমন্দ ও ভয়ভীতি প্রদান করেন তিনি। পরে মেয়েসহ পুলিশ শিরীনকে গ্রেফতার করে।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে শিরীন এর বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা এবং পুলিশকে হুমকি দেয়ায় অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আমরা গ্রেফতার করেছি। তারা সম্পর্কে মা-মেয়ে। এদের মধ্যে শিরীন নামের নারী নিজেকে পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি হিসেবে পরিচয় দিয়েছেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে