সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ০২:৫০:৪০

নির্বাচন অফিসে আগুন!

নির্বাচন অফিসে আগুন!

এমটিনিউজ২৪ ডেস্ক : বরগুনা জেলা নির্বাচন অফিসের দ্বিতীয় তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও যন্ত্রপাতি।

আজ সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, নির্বাচন অফিসে আগুন লাগার খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২০২৩ সালের ভোটার তালিকা, একটি ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, লেমিনেটিং মেশিন, একটি ফ্রিজসহ ১৫-২০টি পুরনো ব্যালট বাক্স পুড়ে গেছে।

বরগুনা জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির উজ্জামান বলেন, ‘আজ সোমবার ভোরে পরিচ্ছন্নতাকর্মী অফিসে কাজ করছিলেন। এমন সময় একটি কক্ষে আগুন দেখে বিষয়টি অন্যদের জানান তিনি।
পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভায়।’

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, ‘আজ সকাল ৭টা ২৬ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা ফ্রিজের লুজ কানেকশন থেকেই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

তিনি জানান, আগুন শুধু হিসাব শাখার একটি কক্ষে সীমাবদ্ধ ছিল। সেখানে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন ও কিছু গুরুত্বপূর্ণ ফাইলপত্র পুড়ে গেছে। তবে মূল স্টোর রুম অক্ষত রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত অনুসন্ধান করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে