 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বরিশাল থেকে : জেলার আগৈলঝাড়া উপজেলায় নিখোঁজ মাদরাসার ছাত্র নেয়ামত উল্লাহকে (১৬) রাজধানীর গেন্ডারিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। নেয়ামত আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের খোরশেদ বেপারীর ছেলে ও উপজেলা সদরের আল জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মার্কাস মাদরাসায় কওমী লাইনের ছাত্র।
নিখোঁজের ৩ দিন পর গত বছরের ৩ ডিসেম্বর নেয়ামতুল্লাহ তার মা কোহিনুর বেগমের মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে লিখেছে “মা, আমি ভাল আছি। আমার জন্য কোন চিন্তা করবা না। আমি আল্লাহর পথে চলে গেলাম”। এরপর থেকেই চরম উদ্বেগে ছিল তার পরিবার।
বৃহস্পতিবার রাতে উদ্ধার হওয়া নেয়ামতকে বরিশালে আনার জন্য পুলিশ টিম শুক্রবার সকালে রাজধানীতে রওনা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান।
আগৈলঝাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ২৯ নভেম্বর মাদ্রাসা থেকে রহস্যজনকভাবে নেয়ামতুল্লাহ নিখোঁজ হয়। ৩ ডিসেম্বর তার বাবা আগৈলঝাড়া থানায় একটি সাধারন ডায়রী করেন। এরপর মোবাইল ট্রাকিং করে বুঝতে রাজধানীর গেন্ডারিয়ায় তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। বিষয়টি গেন্ডারিয়া থানা পুলিশকে অবহিত করলে স্থানীয়দের সহায়তায় বৃহস্পতিবার রাতে সেখানকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করে গেন্ডারিয়া থানা পুলিশ।
১০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি