শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১০:৫০:৩১

বরিশালের পোর্ট রোড বাজারে ইলিশ বিক্রির ধুম

বরিশালের পোর্ট রোড বাজারে ইলিশ বিক্রির ধুম

এমটিনিউজ২৪ ডেস্ক : বরিশালের পোর্ট রোড বাজারে শুক্রবার বিকেল থেকেই যেন ইলিশের উৎসব। বাজারজুড়ে সারি সারি দোকান, একেকজন আড়তদার বা খুচরা বিক্রেতা সামনের টেবিলে সাজিয়ে রেখেছেন চকচকে রূপালি ইলিশ। ক্রেতাদের হাঁকডাক, দরদাম আর মাছের ঝলমলে রঙে মুখর হয়ে ওঠে পুরো বাজার।

প্রতি বছরের মতো এবারও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বসে গেল ইলিশের মেলা। বিকেল থেকে রাতভর চলে বেচাকেনা। ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিনের খারাপ আবহাওয়ার কারণে মোকামে মাছ কম উঠেছিল। তবে শুক্রবার দাম কিছুটা কম থাকায় বাজারে ভিড় জমে ক্রেতাদের।

 রাত যত গড়ায়, ততই ভিড় বাড়তে থাকে পোর্ট রোড বাজারে। একদিকে নিষেধাজ্ঞার শুরুর চাপা চিন্তা, অন্যদিকে শেষ সুযোগে কিছুটা কম দামে ইলিশ ঘরে তোলার আনন্দ—এই দুইয়ের মিশ্রণেই জমে ওঠে বরিশালের ঐতিহ্যবাহী পোর্ট রোডের ইলিশ মেলা।
 
মাছ বিক্রেতা মো. ফজলুর রহমান বলেন, ‘নিষেধাজ্ঞা শুরুর আগে আজ রাতভর বেচাকেনা চলেছে। পাইকাররা বিভিন্ন জেলা থেকে এসেছিলেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ৫০০ মণের বেশি ইলিশ বিক্রি হয়েছে। একদিনে অন্তত হাজার মণ মাছ বিক্রি হয়েছে।’
 
আড়তদার জহির শিকদার জানান, ‘সামনে লক্ষীপূজা থাকায় বাজারে চাহিদা বেড়েছে। দেড় কেজির মাছ বিক্রি হয়েছে আড়াই হাজার টাকায়। তবে হাতে গোনা কয়েকটি মাছই আড়তে উঠেছিল। এক কেজির মাছ বিক্রি হয়েছে দুই হাজার ১০০ টাকায়, ৮০০ গ্রামের মাছ এক হাজার ৮০০ টাকায়, আর ছোট মাছ এক হাজার টাকায়।’
 
বাজারে ঘুরে ক্রেতা জাকিয়া বেগম হাসিমুখে বলেন, ‘কয়েকদিন আগে যে মাছের দাম কেজিপ্রতি দুই হাজার ১০০ টাকা ছিল, সেটাই কিনেছি এক হাজার ৯০০ টাকায়। দাম কিছুটা কমায় কিনতে ভালো লেগেছে।’
 
আরেক ক্রেতা জাহানারা বেগম বলেন, ‘প্রতি বছর নিষেধাজ্ঞার আগের দিন এখানে ইলিশের মেলা বসে। তাই দেখতে এসেছি। দরদাম ঠিকঠাক হলে কিনব।’ বিক্রেতারা জানান, রাত ১২টা পর্যন্ত ইলিশ বিকিকিনি চলবে, তারপরই শুরু হবে নিষেধাজ্ঞা।
 
মৎস্য বিভাগের নির্দেশনা অনুযায়ী, শনিবার (৪ অক্টোবর) থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদী ও সাগর থেকে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৮৫ হাজার ১৭৭ জন। এর মধ্যে ৭৫ হাজার ৪৩ জন জেলেকে সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে