সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮, ০৭:০১:২৩

বরিশাল বিএম কলেজের ছাত্রলীগের নেত্রীকে গণধোলাই দিল সাধারণ ছাত্রীরা!

বরিশাল বিএম কলেজের ছাত্রলীগের নেত্রীকে গণধোলাই দিল সাধারণ ছাত্রীরা!

বরিশাল থেকে: বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসে ছাত্রলীগের এক নেত্রীকে গণধোলাই দিয়েছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাধারণ ছাত্রীরা। ওই ছাত্রলীগ নেত্রীর রুমের আসবাবপত্রও পুড়িয়ে দিয়েছে তারা।

গতকাল রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে ছাত্রী নিবাসের দুই নম্বর বিল্ডিংএ। ঘটনার পর ছাত্রীনিবাসের সামনের ব্যস্ততম সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সাধারণ ছাত্রীরা। পুলিশ গিয়ে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গণধোলাইয়ের শিকার হওয়া ছাত্রলীগ নেত্রী ফারজানা আক্তার ঝুমুর। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

জানা গেছে, ছাত্রলীগ নেত্রী ঝুমুর দীর্ঘদিন যাবত বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসে অবস্থানের পাশাপাশি হলের আবাসিক ছাত্রীদের নানাভাবে হয়রানি করতো। সাধারণ ছাত্রীদের অভিযোগ, বিভিন্ন সময় সাধারণ ছাত্রীদের নির্যাতন করতো ঝুমুর। সাধারন ছাত্রীরা এই ঘটনার জেরে হলের আবাসিক সকল ছাত্রীরা জোটবদ্ধ হয়ে বিএম কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দেন।

অধ্যক্ষ বরাবর স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কলেজের বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসের আবাসিক ছাত্রী ও ছাত্রলীগ নেত্রী ফারজানা আক্তার ঝুমুর দীর্ঘদিন ধরে সাধারণ ছাত্রীদের নানা অনৈতিক কর্মকাণ্ড করার জন্য চাপ প্রয়োগ করতো। আর তার কথা না শুনলেই মারধর থেকে শুরু করে নানা অত্যাচার করতো।

বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসের দুই নম্বর ভবনের আবাসিক ছাত্রী রহিমা আফরোজ ইভা জানান, দীর্ঘদিন যাবত রাজনৈতিক দোহাই দিয়ে ঝুমুর অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। আর তার কথা মতো কেউ না চললেই তাকে চরম পরিণতি ভোগ করতে হতো। বিষয়ে নিয়ে ব্রজমোহন কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদারে কাছে জানতে চাইলে তিনি জানান, আমি এই মুহূর্তে ঢাকায় আছি। পুরো বিষয়টি জানি না।

অন্যদিকে বরিশাল ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার পাল জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার শাহনাজ পারভীন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে