বরিশাল থেকে : নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বরিশাল জিলা স্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশে চলাকালে দুই গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সমাবেশে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বক্তব্য চলাকালে এ ঘটনা ঘটে।
বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি গ্রুপ ও সাধারণ সম্পাদক হুমায়ন গ্রুপের নেতাকর্মীরা চেয়ারে বসা নিয়ে এই হট্টগোল করেন বলে জানা গেছে। সমাবেশে চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা দৌড়ে সমাবেশস্থল ত্যাগ করেন। তবে মঞ্চ থেকে ইশরাক হোসেনসহ দলীয় নেতারা বারবার তাদের শান্ত হওয়ার আহ্বান জানান।
এর কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে সমাবেশস্থল ত্যাগ করা নেতাকর্মীরা ফিরে আসেন। পরে স্বাভাবিকভাবে বক্তারা তাদের বক্তব্য শেষ করেন। এর আগে সমাবেশে অংশ নিতে যাওয়া ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মিছিলে পুলিশ বাধা দেয়। গত ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে ৬ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ৬ সিটিতে সমাবেশের ঘোষণা দেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা।