বরিশালের বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন গত প্রায় তিন সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ। পায়ুপথের পাশে বৃহৎ আকারের বিষফোঁড়া অপারেশন করার প্রয়োজন হওয়ায় শয্যাশায়ী ছিলেন তিনি।
ছুটি নিয়ে নিজ বাসায় শয্যাশায়ী থেকেও এলাকার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে তিনি ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদসহ অপর পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। অসুস্থ শরীরে শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি অফিস করেন। বিষফোঁড়া অপারেশনের পরেও অসহ্য যন্ত্রণায় কাতর ওসি হেলাল উদ্দিন প্যান্ট পড়তে না পেরে লুঙ্গি পড়েই অফিস করেন।
নিষ্ঠাবান এ পুলিশ কর্মকর্তাকে লুঙ্গি পড়ে অফিস করতে দেখায় তার ওপর অর্পিত দায়িত্ব পালনে নিষ্ঠা ও সিনসিয়ারিটির চিত্র ফুটে ওঠে। কর্তব্য পালনে লুঙ্গি পড়ে ওসিকে অফিস করতে দেখে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, দূরদর্শি সম্পন্ন চৌকস ও মানবিক পুলিশ ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিন বানারীপাড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর থেকে এ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রয়েছে।