শুক্রবার, ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০১:১১:২৯

টাকা চুরির ঘটনায় পীরের নির্দেশে ১০১ কলস পানি দিয়ে গোসল করানো হলো যুবককে

টাকা চুরির ঘটনায় পীরের নির্দেশে ১০১ কলস পানি দিয়ে গোসল করানো হলো যুবককে

টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে কথিত এক পীরের নির্দেশে মনিরুল ইসলাম নামে (২৫) এক এতিম যুবককে রুটির সঙ্গে চেত'নানা'শক ওষুধ খাইয়ে ১০১ কলস পানি ঢেলে গোসল করানো হয়েছে। 

ওই যুবককে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনিরুল ইসলাম বাউফল পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের মৃত কবির হোসেনের ছেলে।

মনিরুলের স্ত্রী খালেদা বেগম সাংবাদিকদের বলেন, সম্প্রতি একই এলাকার আমির হোসেন খানের বাসা থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা চুরি হয়। আমির হোসেন খান ফরিদপুরের এক কথিত পীরের কাছ থেকে রুটি পড়া এনে চোর সন্দেহে তার স্বামী মনিরুল ইসলামকে খাওয়ান। এর কিছু সময় পর তার স্বামী অসুস্থ হয়ে পড়লে আমির হোসেন খান ওই কথিত পীরের মোবাইল নম্বরে ফোন করে বিষয়টি জানান। 

তখন ওই পীরের নিদের্শ অনুযায়ী তার স্বামীকে বুধবার সকালে পুকুর ঘাটে নিয়ে ১০১ কলস পানি ঢেলে গোসল করানো হয়। একপর্যায়ে মনিরুল অচে'তন হয়ে পড়লে তাকে প্রথমে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং ডা. প্রশান্ত কুমার সাহাকে দেখানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, মনিরুল ইসলামকে খাবারের সঙ্গে চেত'নানা'শক ওষুধ প্রয়োগ করা হয়েছে। ওই অবস্থায় তার শরীরে একাধিকবার পানি দেওয়ায় তিনি আরও অসুস্থ হয়ে যান। তার অবস্থা খারাপ হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তার স্বজনদের পরামর্শ দেয়া হয়।

এদিকে স্থানীয় কয়েক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমির আলী খানের সঙ্গে জমি নিয়ে মনিরুল ইসলাম গংয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে মনিরকে শায়ে'স্তা করতে টাকা চুরির নাটক সাজিয়ে খাবারের সঙ্গে প'য়জন মিশিয়ে তাকে মে'রে ফে'লার চেষ্ট করা হয়েছে।

এ ব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন বলেন, বিষয়টি জানার পর আমি হাসপাতালে পুলিশ পাঠিয়ে ছিলাম। ভি'কটিমের পক্ষ থেকে অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: যুগান্তর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে