শনিবার, ১৪ মে, ২০১৬, ১১:০৪:২৫

পাল্টে গেল ২ হাজার এসএসসি পরীক্ষার্থীর ফল

 পাল্টে গেল ২ হাজার এসএসসি পরীক্ষার্থীর ফল

বরিশাল : পাল্টে গেল প্রায় ২ হাজার এসএসসি পরীক্ষার্থীর ফল।   এ ঘটনা বরিশাল শিক্ষা বোর্ডে। ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় হিন্দু ধর্ম বিষয়ে সংশোধিত ফল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রকাশ করা হয়েছে।

বোর্ডের পরীক্ষকদের ভুলের কারণে বুধবার প্রকাশিত ফলে প্রায় দুই সহস্রাধিক পরীক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়েছিল।

এর মধ্যে বরিশাল নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের হৃদয় ঘোষ নামে এক পরীক্ষার্থী ধর্ম বিষয়ে অকৃতকার্য হওয়ায় বুধবার ফল জানার এক ঘণ্টার মধ্যে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে।  এ নিয়ে তোলপাড় সৃষ্টি হলে ফল পুনঃনিরীক্ষণ করা হয়।

বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক সাংবাদিকদের জানান, হিন্দু ধর্ম বিষয়ে পরীক্ষার্থী ছিল ১০ হাজার ৪৯২।  পরীক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনঃনিরীক্ষণের পর সংশোধিত ফলে ১ হাজার ১৪১ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।  এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭৯ পরীক্ষার্থী।

জানা গেছে, হিন্দু ধর্ম বিষয়ের নৈমিত্তিক পরীক্ষায় কম্পিউটারে ‘খ’ সেটের উত্তরপত্রের স্থলে ‘গ’ সেটের উত্তরপত্র সেটিং করা হয়।  ফলে ‘খ’ সেটে পরীক্ষা দেয়া সব পরীক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়।  

এ ভুলের জন্য বোর্ড নিযুক্ত দুই প্রধান পরীক্ষক দায়ী বলে বোর্ড সূত্রে জানা গেছে।  ওই পরীক্ষকদের নাম এখন পর্যন্ত বোর্ড কর্তৃপক্ষ প্রকাশ করেনি।

এ ঘটনায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জানান, দুজন প্রধান পরীক্ষকের অদক্ষতার কারণে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেল।  সেজন্য আমরা দুঃখ প্রকাশ করেছি।  আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। অভিযুক্তদের বিধি মোতাবেক শাস্তির ব্যবস্থা করা হবে।

আত্মহত্যা করা মেধাবী শিক্ষার্থী সর্বজিত ঘোষ হৃদয় সংশোধিত ফলাফলে পাস করেছে কি না এ ব্যাপারে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, হৃদয়ের আত্মহত্যা দুঃখজনক।  এজন্য আমরাও শোকাহত।  হৃদয়ের রোল নম্বর জানা না থাকায় তার ফলাফল বলা সম্ভব হচ্ছে না।
১৪ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে