বরিশাল : প্রেমের টানে কাঁটাতার ভেদ করে বরিশালে এসেছে ভারতীয় এক কিশোরী। ভারতের চব্বিশ পরগনা থেকে এক মাস আগে নিখোঁজ কিশোরী বৈশাখী কান্ডারকে (১৫) বরিশালের বানীরপাড়ার বিশারকান্দি থেকে উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার বেলা ২টার দিকে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সহযোগিতায় তাকে উদ্ধার করেন।
নিখোঁজ বৈশাখী কান্ডার পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বোসাক থানার জটিরামপুর গ্রামের তরুণ কান্ডারের মেয়ে। সে রাঙাবেলিয়া হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
র্যাব-৮ এর লেফটেন্যান্ট রুহুল আমিন জানান, ২২ জুন সকালে বৈশাখী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। স্কুল ছুটির পর সে বাড়ি ফিরে না যাওয়ায় ওইদিন বৈশাখীর মা নিবেদিতা পশ্চিম বঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বোসাক থানায় একটি জিডি করেন।
পরে ওই জিডির কপি বাংলাদেশের ঢাকায় ভারতীয় দূতাবাসে পাঠানো হয়। সেখান থেকে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সহযোগিতায় তাকে বরিশালের বানীরপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কলাভিটা গ্রামের মনিন্দ্র মল্লিকের বাড়ি থেকে উদ্ধার করে র্যাব-৮এর সদস্যরা।
র্যাব-৮ এর লেফটেন্যান্ট রুহুল আমিন জানান, বৈশাখী স্বীকার করেছে- বানীরপাড়ার বিশারকান্দি ইউনিয়নের কলাভিটা গ্রামের মনিন্দ্র মল্লিকের ছেলে স্বপন মল্লিকের সঙ্গে স্বেচ্ছায় চলে এসেছে সে।
স্বপন মল্লিক তাদের বাড়িতে রংয়ের কাজ করতো। ওই সময় তার সঙ্গে স্বপনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযানকালে স্বপন মল্লিককে আটক করতে সক্ষম হয়নি র্যাব।
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম