বরিশাল : বরিশাল জেলার হিজলা উপজেলার বাউশিয়ায় সরকার নির্ধারিত খুতবা না পড়ায় এক মসজিদের ইমাম এবং উত্তর রূপাতলী এলাকায় বিতর্কিত মন্তব্য করায় এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকার মানুষ। শুক্রবার জুম্মার নামাজ শেষে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাউশিয়ায় ঝন্টু মেম্বরের বাড়ির সংলগ্ন জামে মসজিদে জুম্মা নামাজে ইসলামী ফাউন্ডেশনের সরবরাহ করা খুতবা পাঠ না করায় ইমাম মাওলানা মো. বেল্লাল তালুকদারকে (২৫) পুলিশে দিয়েছেন মুসল্লীরা। তিনি উপজেলার বড়জালিয়া গ্রামের কালু তালুকদারের ছেলে।
স্থানী এক স্থানীয় সংবাদকর্মী জানান, আটক বেল্লাল ওই মসজিদের ইমাম নন। তিনি আজ জোর করে মসজিদে ইমামতি করেন। পরে সরকার নির্ধারিত খুতবা পাঠ না করায় মুসুল্লীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। খবর পেয়ে পুলিশ এসে ওই ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, খুতবা নিয়ে ঝামেলা হওয়ায় উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে ইমামকে নিয়ে এসেছে পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।
৩০ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস