ভোলা : এইচএসসি পরীক্ষায় ফেল করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক ছাত্রী। ফল প্রকাশের পাঁচদিন পর মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার চরসামাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম কুলসুম বেগম। তিনি এবার মানিক মিয়া আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে বাংলা ও আইসিটি বিষয়ে ফেল করেন।
নিহতের ভাই বিল্লাল হোসেন জানান, সকালে মা কামরুন নাহার তার বোনকে ডাকতে গিয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখেন।
তিনি জানান, কুলসুমের দাবি ছিল সে ভালো পরীক্ষা দিয়েছে। কিন্তু ফেল করার বিষয়টি হয়তো মেনে নিতে পারেনি।
মানিক মিয়া আইডিয়াল কলেজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম জানান, ও ভালো ছাত্রী ছিল। কিন্তু তার মত অনেক ভালো ছাত্রীর এমন ফলাফল এসেছে।
তিনি জানান, ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২ জন পাস করেছে। পাসের হার প্রায় ৭৭ ভাগ। আইসিটি পরীক্ষা ভালো দেয়ার পরও অনেকে পাস করতে পারেনি।
বিষয়টি পুনরায় দেখার জন্য বরিশাল শিক্ষবোর্ড কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তিনি।
২৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম